✒️শাকিল আহমেদ(সহঃনির্বাহী সম্পাদক)
নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় রংপুরের মিঠাপুকুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, স্থানীয় পর্যায়ে সফল মৎস্য চাষীকে পুরস্কার প্রদান মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ৩১ শে জুলাই (বুধবার) দুপুর ১২ টায় উপজেলা চত্বরে র্যালি ও উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠান উদ্বোধন করেন উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি, মাননীয় জাতীয় সংসদ সদস্য রংপুর-০৫(মিঠাপুকুর)ও সদস্য কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, জনাব মোঃ জাকির হোসেন সরকার।
উপজেলা নির্বাহী অফিসা বিকাশ চন্দ্র বর্মণের সভাপতিত্বে
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান, মোঃ কামরুজ্জামান কামরু, ভাইস চেয়ারম্যান, নিরঞ্জন মহন্ত,ভাইস চেয়ারম্যান(মহিলা)মোছাঃ শামীমা আক্তার আওয়ামী লীগের সিনিয়র নেতা বৃন্দ,বিভিন্ন জায়গা থেকে আসা ছোট বড় মৎস্য খামারি ও বিভিন্ন হ্যাচারী মালিক।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, মিঠাপুকুরে মৎস্য চাষিদের মাঝে মৎস্য চাষের জন্য আধুনিক যন্ত্রপাতি, বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করবেন। এসময় তিনি আরও বলেন বিভিন্ন ধরনের পোনামাছ নিধন যারা করেন এবং কারেন্ট জাল দিয়ে যারা মাছ সংগ্রহ করেন তাদের বিরুদ্ধেও আইনিও ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
সবশেষে উক্ত অনুষ্ঠানের সভাপতি, উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
কপিরাইট © ২০২৪ (দৈনিক পরিবেশ) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply