গত ১৬ জুন (মঙ্গলবার)রংপুরে, কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিহতের ঘটনায় পুলিশের দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মহানগর পুলিশ হেড কোয়ার্টার ঐ দুই পুলিশ সদস্যের অপেশাদার আচরণের প্রমাণ পাওয়ায় তাঁদের দুইজন কে সাময়িক বরখাস্ত করা হয়।
বরখাস্ত পুলিশ সদস্যরা হলেন রংপুর পুলিশ লাইনসের, এএসআই আমির হোসেন এবং তাজহাট থানার কনস্টেবল সুজন চন্দ্র। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান।
পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান বলেন কর্তব্য কাজে অবহেলা, শৃঙ্খলাপরিপন্থী কাজ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশের বাইরে গিয়ে কাজ করায় ওই দুইজন কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আবু সাঈদ হত্যার ঘটনায় অতিরিক্ত কমিশনার সাইফুজ্জামান ফারুকীকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি করা হয়েছিল।
তাঁদের দেওয়া অন্তর্বর্তীকালীন প্রতিবেদনের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে পূর্ণাঙ্গ প্রতিবেদন পেলে সেইদিনের সহিংসতার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
কপিরাইট © ২০২৪ (দৈনিক পরিবেশ) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply