মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি :
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মিঠাপুকুর এরিয়া প্রোগ্রাম অফিসের আয়োজনে রাণীপুকুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কিশোরী দলের সচেতনতামুলক সেশনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মিঠাপুকুর এরিয়া প্রোগ্রাম অফিসের সিনিয়র প্রোগ্রাম অফিসার ইফতেখার আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা: মো: আব্দুল হালিম লাবলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাণীপুকুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ আব্দুল হালিম। অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন, রাণীপুকুর গ্রাম উন্নয়ন কমিটির সাধারন সম্পাদক সারোয়ার আলম (সোহেল) ও অভিভাবক প্রতিনিধিদের মধ্যে তুহুরা বেগম প্রমুখ। গত মঙ্গলবার বিকালে সচেতনতামূলক সেশনের সমাপনী অনুষ্ঠানে ১০০ জন কিশোরীদের নয়টি বিষয়ে সচেতন করা হয়; জীবন দক্ষতা ও আচরন পরিবর্তন যোগাযোগ, বয়:সন্ধিকাল ও কৈশোর, জেন্ডার, নিরাপদ পানি-পয়:নিষ্কাশন ব্যবস্থা ও স্বাস্থ্য বিধি, কৈশোরকালীন পুষ্টি, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য , বাল্যবিয়ে-প্রজননতন্ত্র ও প্রজননতন্ত্রের সংক্রমণ, যৌন হয়রানি ও নিপীড়ন ও পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্য সেবা কেন্দ্রসমূহ আলোচনা করা হয়।
কপিরাইট © ২০২৪ (দৈনিক পরিবেশ) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply