১০ নভেম্বর (রবিবার)মিঠাপুকুর উপজেলা বিএনপি শাখার আয়োজনে সকাল ১১ টায় মিঠাপুকুর উপজেলা চত্বরে উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, কৃষকদল, শ্রমিকদল, থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও পতাকা নিয়ে বর্ণাঢ্য র্যালি অংশগ্রহণ করেন।
মিঠাপুকুর উপজেলা পরিষদ চত্তরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রব্বানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, তিনি বক্তব্যে বলেন, মিঠাপুকুরের মাটি বিএনপির ঘাটি এছাড়াও তিনি আরও বলেন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে একমাত্র দল বিএনপি আন্দোলন করে গিয়েছেন। এবং রংপুর জেলার মধ্যে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সবচেয়ে আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মিঠাপুকুর উপজেলা বিএনপির শাখার বিভিন্ন অঙ্গ সংগঠন দলগুলো।
এছাড়া বক্তব্য রাখেন, বিশেষ অতিথি রংপুর জেলার সদস্য সচিব আনিসুর রহমান লাকু, উপজেলা বিএনপির সদস্য সচিব মোতাহারুল হোসেন নিক্সন পাইকার ,যুগ্ন-আহব্বায়ক হাবিবুর রহমান লর্ড,রুহুল আমিন খন্দকার জুয়েল, হযরত আলী, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম,সদস্য সচিব রুবেল সাদী, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব শামসুল ইসলাম প্রমুখ।
এখানে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব সংহতি দিবসের কর্মসূচি সমাপ্তি হয়।
কপিরাইট © ২০২৪ (দৈনিক পরিবেশ) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply