1. admin@dailyporibesh.com : pori@admin :
  2. poribesh11@gmail.com : poribesh admin : poribesh admin
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম:
রংপুরে বদরগঞ্জে খামারিদের নিয়ে আমান ফিড লিমিটেড এর আলোচনা সভা  কেন্দ্র সচিবসহ ২১ জন শিক্ষককে অব্যাহতি মাথায় কাফনের কাপড়, মুখে লড়াই করে বাঁচার স্লোগান মিঠাপুকুরে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় তৈরি, জরিমানা ২ লাখ। রংপুরে বদরগঞ্জে আলোচিত লাভলু হত্যাকারির বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  মিঠাপুকুরে আইনের তোয়াক্কা না করে ঘর বাড়ী ভাঙচুর নিখোঁজের দুইদিন পর সবজি ব্যবসায়ীর লাশ উদ্ধার শেরপুরে শ্রীরবর্দীতে সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার রংপুরে বদরগঞ্জে বিএনপি নেতা লাভলু হত্যাকারিদের ফাঁসি’র দাবিতে  মানববন্ধন  নাগেশ্বরীতে ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান গ্রেফতার

মিঠাপুকুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা মরহুম শহিদুর রহমান সাহেব মিয়ার স্মরণে দোয়া অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১৪৭ বার শেয়ার হয়েছে

 

শাকিল আহমেদ

মিঠাপুকুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম-শহিদুর রহমান সাহেব মিয়া স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মিলাদ মাহফিলে সাহেব মিয়ার দুই ছেলে,নাতিনাতনী সহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (২১- নভেম্বর) দুপুর তিনটার সময় মিঠাপুকুর প্রেসক্লাব হলরুমে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মুনাজাত করেন, মিঠাপুকুর মডেল মসজিদের খতিব মাওলানা মোঃ বেলাল আহম্মেদ।

মিঠাপুকুর প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ কুমার গোস্বামীর সভাপতিত্বে এবং মিঠাপুকুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, মেহেদী হাসান রিপুলের সঞ্চালনায় দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, মরহুম শহিদুর রহমান সাহেব মিয়ার পুত্র শঠিবাড়ী মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক উপজেলা বিএনপির আহবায়ক কমিটির ১ নং সদস্য, সাজেদুর রহমান রানা, নুর আর রহমান রাছেল এবং সাহেব মিয়ার নাতনি রাহসা রহমান ও নাতি রিসন রহমান।

মরহুম সাহেব মিয়ার সাংবাদিকতা জীবনের স্মৃতি উল্লেখ্য করে তার একসময়ের সহকর্মী সিনিয়র সাংবাদিক মোতাহার হোসেন বলেন, সাহেব মিয়া একজন ভয়ডরহীন মানুষ ছিলেন। তার অনবদ্য প্রচেষ্টায় আজকের এই মিঠাপুকুর প্রেসক্লাব। প্রদীপ কুমার গোস্বামী তার স্মৃতিচারণ করে বলেন, আমার সাংবাদিকতা জীবনের গুরু তিনি। তিনি তার বাড়িতেই প্রেসক্লাবের ভিত্তি স্থাপন করে সাংবাদিকদের একত্রিত করার চেষ্টা করেছেন।

মরহুম সাহেব মিয়ার ছেলে সাজেদুর রহমান রানা তার বাবার মৃত্যুর তিন দশক পরেও মিঠাপুকুর প্রেসক্লাব তাঁকে প্রতিবছর স্মরণ করায় তিনি প্রেসক্লাবের সকল সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় তিনি তার বাবা সাহেব মিয়ার বিভিন্ন স্মৃতি উল্লেখ্য করে আবেগপ্রবণ হয়ে পড়েন। দোয়া মাহফিল শেষে তার পরিবারের পক্ষ থেকে মরহুম সাংবাদিক শহিদুর রহমান সাহেব মিয়ার একটি সাদাকালো ছবি প্রেসক্লাবের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

কপিরাইট © ২০২৪ (দৈনিক পরিবেশ)  সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি