1. admin@dailyporibesh.com : pori@admin :
  2. poribesh11@gmail.com : poribesh admin : poribesh admin
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
রংপুরে বদরগঞ্জে খামারিদের নিয়ে আমান ফিড লিমিটেড এর আলোচনা সভা  কেন্দ্র সচিবসহ ২১ জন শিক্ষককে অব্যাহতি মাথায় কাফনের কাপড়, মুখে লড়াই করে বাঁচার স্লোগান মিঠাপুকুরে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় তৈরি, জরিমানা ২ লাখ। রংপুরে বদরগঞ্জে আলোচিত লাভলু হত্যাকারির বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  মিঠাপুকুরে আইনের তোয়াক্কা না করে ঘর বাড়ী ভাঙচুর নিখোঁজের দুইদিন পর সবজি ব্যবসায়ীর লাশ উদ্ধার শেরপুরে শ্রীরবর্দীতে সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার রংপুরে বদরগঞ্জে বিএনপি নেতা লাভলু হত্যাকারিদের ফাঁসি’র দাবিতে  মানববন্ধন  নাগেশ্বরীতে ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান গ্রেফতার

মিঠাপুকুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে “বেগম রোকেয়া দিবস”।

  • প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৫ বার শেয়ার হয়েছে

 

শাকিল আহমেদ

রংপুর জেলা প্রশাসন এর ব্যবস্থাপনায় ৯ ডিসেম্বর সোমবার সকালে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের নিজ বাসস্থান মিঠাপুকুর পায়রাবন্দে পুষ্পার্ঘ্য অর্পণ, জাতীয় পতাকা উত্তলন ও পায়রা উড়িয়ে দিয়ে শুভ উদ্বোধন করেন বেগম রোকেয়া দিবস।

মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে বেগম রোকেয়ার জন্মভিটার স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক, মোহাম্মদ রবিউল ইসলাম ফয়সাল , ডিআইজি, রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রংপুর মোঃআমিনুল ইসলাম , উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মণ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

এ সময় বেগম রোকেয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। পরে জাতীয় পতাকা উত্তলন ও পায়রা উড়িয়ে দিয়ে শুভ উদ্বোধন করেন বেগম রোকেয়া দিবস।

এদিকে জেলা প্রশাসনের উদ্যোগে রোকেয়া দিবস উপলক্ষ্যে পায়রাবন্দ সরকারি কলেজ প্রাঙ্গনে ০৩ দিনব্যাপী মেলা, বিতর্ক প্রতিযোগিতা, নাটক নাটিকা, শিশু কিশোর কিশোরীদের চিত্রাঙ্কন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা চলবে।

নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৪ তম জন্মদিন ও ৯২তম মৃত্যুবার্ষিকী আজ।

নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে জন্ম গ্রহণ করেন এবং ১৯৩২ সালের ৯ ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিভিন্ন ধর্মীয় গোঁড়ামি, কুসংস্কার থেকে নারীকে মুক্ত করার লক্ষ্যে প্রতিনিয়ত সংগ্রাম করে যাওয়া বেগম রোকেয়াকে জাতি শ্রদ্ধাহৃদয়ে গভীর ভাবে স্মরণ করেন।

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ২০০৪ সালে বিবিসি বাংলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জরিপে ষষ্ঠতম নির্বাচিত হয়েছিলেন।

তিনি প্রাবন্ধিক, ঔপন্যাসিক, সাহিত্যিক ও সমাজ সংস্কারক হিসেবে পরিচিত। তার উল্লেখযোগ্য রচনা হলো ‘মতিচূর’, ‘সুলতানার স্বপ্ন’, ‘পদ্মরাগ’, ‘অবরোধ-বাসিনী’।

১৯৭৪ সাল থেকে পায়রাবন্দবাসী বেগম রোকেয়ার স্মরণে রোকেয়া দিবস পালন করে আসছেন। সরকারিভাবে ১৯৯৪ সাল থেকে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জাঁকজমকভাবে দিবসটি পালিত হয়ে আসছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

কপিরাইট © ২০২৪ (দৈনিক পরিবেশ)  সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি