গংগাচড়া মডেল থানা সূত্রে জানা যায়, গত ১৮ ই নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল গংগাচড়া উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাদী হয়ে গংগাচড়া উপজেলা বিএনপি পার্টি অফিস ভাঙচুরের অভিযোগে একটি মামলা দায়ের করেন।
মামলাটি গংগাচড়ায় ব্যাপক আলোচিত হয়।
মামলায় অনধিকার প্রবেশ, দলবদ্ধ হয়ে হত্যার উদ্দেশ্যে হামলা, ভাঙচুর, জীবননাশের হুমকি এবং প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষতির অভিযোগ আনা হয়।
মামলাটিতে ৪০ জনকে আসামী ও ২৫০-২৬০ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
মর্নেয়া ইউনিয়ন চেয়ারম্যান জিল্লুর রহমান এই মামলার ১২ নম্বর এজাহারভুক্ত আসামি। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে রংপুর কোতোয়ালি থানায় আরও একটি হত্যা মামলা রয়েছে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে গংগাচড়া মডেল থানার ওসি (তদন্ত) আবু হানিফ সরকার বলেন, “তিনি এজাহারনামীয় আসামি হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে এছাড়াও তার বিরুদ্ধে রংপুর কোতয়ালী থানায় একটি মামলা রয়েছে।
কপিরাইট © ২০২৪ (দৈনিক পরিবেশ) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply