বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় রংপুর নগরীর শাপলা চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলাম মহানগর কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।
এসময় জামায়াতে সেক্রেটারি আনোয়ারুল হক কাজল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রায়হান সিরাজী ও আল আমিন হাসান, প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক এডভোকেট কাওসার আলী, কোতোয়ালি থানা আমির মাওলানা গোলাম কিবরিয়া, শ্রমিক কল্যাণ ফেডারেশনের রংপুর মহানগর সভাপতি শরিফুল ইসলাম, মহানগর উলামা বিভাগের সভাপতি মাওলানা শাহজাহান সিরাজ উপস্থিত ছিলেন।
রংপুর কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুল ওয়াহেদ মিয়ার মনগড়া উদ্দেশ্য প্রনোদিত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি আরও বলেন, গণহত্যা কারী পালাতক স্বৈরাচার সরকারের মদদপুষ্ট আওয়ামী রাজনৈতিক প্ল্যাটফর্মের এ্যজেন্ডা হিসেবে ওয়াহেদ মিয়া এমন বক্তব্য রেখেছেন। জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশ ও জাতির কল্যাণে নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে সকল কর্মসূচী চালিয়ে যাচ্ছে। গত ১৬ বছর রংপুর অঞ্চলে জামাত-শিবিরের নেতা-কর্মীরা মামলা হামলা, জেল জুলুম উপেক্ষা করে, সকল অন্যায়, জুলুম শোষনের বিরুদ্ধে, জনগণের ভোটাধিকার ও মানবাধিকার, আইনের শাসন, ন্যায়বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার সকল আন্দোলনে গণতান্ত্রিক পদ্ধতিতে নিরলসভাবে প্রচেষ্টা চালিয় যাচ্ছে।
এটিএম আজম খান বলেন, গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে আয়োজিত সমাবেশে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কলেজ প্রাঙ্গণে নির্মিত স্মৃতিস্তম্ভের পাদদেশে এ সমাবেশে, অধ্যক্ষের এমন হঠকারী বক্তব্যের সাথে সাথে শিক্ষক ও শিক্ষার্থীরা প্রতিবাদ জানান। ১৯৭১ এর সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের তুলনা করায় এর সমালোচনা করে অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ মিঞা এসময় তার বক্তব্যে বলেন, বাংলার পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন। সেই জামায়াত-শিবির আজ আমাদের পতাকা নিয়ে ছিনিমিনি খেলা শুরু করেছে। অধ্যক্ষের উদ্দেশ্য প্রনোদিত এমন একটি বক্তব্যের ভিডিও ক্লিপ প্রায় এক সপ্তাহ পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সব শ্রেণি পেশার মানুষের মধ্যে আলোচনা-সমালোচনার প্রেক্ষিতে, মহানগর জামায়াত আমীর তাঁর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ফ্যাসিবাদের সুবিধাভুগী প্রেতাত্মা এই অধ্যাক্ষ আব্দুল ওহেদ মিয়ার বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান।
কপিরাইট © ২০২৪ (দৈনিক পরিবেশ) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply