1. admin@dailyporibesh.com : pori@admin :
  2. poribesh11@gmail.com : poribesh admin : poribesh admin
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৪:০৭ পূর্বাহ্ন

বেরোবিতে দুই দিনব্যাপী অন্তঃঅনুষদ সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৭১ বার শেয়ার হয়েছে

বেরোবি প্রতিনিধি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে বিজনেস স্টাডিজ অনুষদের আয়োজনে দুই দিনব্যাপী অন্তঃঅনুষদ সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে, ২০২৫) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এর সামনে বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বিতা করে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস্ বিভাগ এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ। ‘মুনাফার চেয়ে নৈতিকতা ব্যবসায়ের প্রথম অগ্রাধিকার হওয়া উচিৎ’ -এ বিষয়ে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয় ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস্ বিভাগ।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। এ সময় তিনি বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগকে সমৃদ্ধ করতে হলে শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক চর্চা ছড়িয়ে দিতে হবে। বিতর্ক চর্চা শিক্ষার্থীদের আদর্শ বাচনভঙ্গি তৈরি করে এবং যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করে। উপাচার্য বলেন, বিতর্ক প্রতিযোগিতা একজন শিক্ষার্থীর উপস্থাপনা এবং সৃজনশীলতার দক্ষতাকে আরো সমৃদ্ধ করে।

বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মোঃ ফেরদৌস রহমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ রাফিউল আজম খান, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিভাগীয় প্রধান উমর ফারুক ও ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের বিভাগীয় প্রধান এস. এম. আশরাফুর আলম। বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

কপিরাইট © ২০২৪ (দৈনিক পরিবেশ)  সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি